The department was established in the year 1966 with General stream under University of Calcutta. Honours course was introduced in 1970 with affiliation from the same university. Students from all other streams are also served regularly by the department for Compulsory Bengali course. The department offers ICT enabled classes and multimedia sessions. It performs regular mentoring for all Honours students throughout the year and special service for slow-learners. The department also encourages advance-learners through various skill-enhancement programmes such as question-answer session and class demonstration by students. The faculties distribute study materials in written and e- module format. The departmental library caters the need of reference books. The department has four Merit Scholarships such as ‘Banga Bhasa, Sahitya-O-Sanskriti Gabeshana Sanstha Scholarship, Bahirbas Hazra Scholarship, Bholanath mahindar Scholarship and Sarat Chandra Dey Scholarship.
খ্রীষ্টিয় দশম শতকে মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে উদ্ভূত বাংলা ভাষা আজ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে পৃথিবীর ভাষাপরিবারে নিজের স্থান করে নিয়েছে । দশম শতকে রচিত চর্যাপদ থেকে বর্তমান একবিংশ শতকে এসে বাংলা সাহিত্য বিভিন্ন শাখাপ্রশাখায় বিস্তৃত হয়ে মহীরূহ আকার ধারণ করেছে। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির (১৯১৪) পর বাংলা সাহিত্য বিশ্বের দরবারে সুচিহ্নিত । রবীন্দ্র পরবর্তী বিভিন্ন কবি সাহিত্যিক বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় সমানভাবে উজ্জ্বল। স্নাতক স্তরে বাংলা ভাষা ও সাহিত্যের সাম্মানিক ও সাধারণ বিষয়ের পাঠক্রমে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের কাল থেকে বর্তমান পর্যন্ত নানা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যা ছাত্রছাত্রীদের সম্যক জ্ঞান লাভে সাহায্য করবে । পার্শ্ববর্তী বাংলাদেশের সাহিত্য ,ইংরেজী ,সংস্কৃত ,হিন্দী সাহিত্যের ইতিহাস পাঠ্য বিষয়ে স্থান পাওয়ায় তুলনামূলক সাহিত্য পাঠে ছাত্ররা উৎসাহিত হবে। ব্যবহারিক বাংলা পাঠক্রমে মুদ্রণ ও প্রকাশন ,চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক পাঠ ,আবৃত্তি বিষয়টিকে স্থান দেওয়ায় ভবিষ্যতে ছাত্রছাত্রীরা সেগুলিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবে । সুতরাং সামগ্রিক বিচারে বাংলা বিষয়টি পড়া বিশেষভাবে কার্যকরী হবে ।
স্নাতক সাম্মানিক ও সাধারণ স্তরের বিভিন্ন কোর্সগুলি পাঠের উদ্দেশ্য :
CBCS বা চয়েস বেসড্ ক্রেডিট সিস্টেম –এ সাম্মানিক স্তরে মোট ১৪টি কোর্স পাঠ্য –CC1 –CC14
১নং কোর্সটি পাঠ্য করা হয়েছে বাংলা সাহিত্যের উদ্ভবকাল থেকে ১৮০০ খ্রীঃ পর্যন্ত, এর বিভিন্ন শাখার ইতিহাস –এর সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিতি ঘটানোর উদ্দেশ্যে । দ্বিতীয় কোর্সটি বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা ,যা বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব ,রূপতত্ত্ব ,বাক্যতত্ত্ব সম্পর্কে পড়ুয়াদের অবহিত করবে । তৃতীয় কোর্সটি ঊনবিংশ শতক অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে পরিচিতি ঘটাবে । চতুর্থ কোর্সটিতে নির্দিষ্ট কিছু কবিতা ,কথাসাহিত্য ,নাটক ও গদ্য প্রবন্ধ রাখা হয়েছে ,যা শিক্ষার্থীদের সাহিত্যের রসাস্বাদনে সাহায্য করবে । পঞ্চম কোর্সে বিংশ শতকের বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে পরিচয় ঘটবে । ষষ্ঠ কোর্সে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানলাভ করবে। সপ্তম কোর্সের পাঠ্য বিষয় আধুনিক কথাসাহিত্য, যা বর্তমান জগৎ ও জীবনের জটিলতার হদিশ দেবে। অষ্টম কোর্সের বিষয় মধ্যযুগের বাংলা সাহিত্য , যা থেকে বাঙালির সমাজ ও সংস্কৃতির পরিচয় মিলবে । নবম কোর্সের বিষয় ছন্দ ,অলংকার ,কাব্যতত্ত্ব ,এগুলি সাহিত্যের আঙ্গিক সম্পর্কে জ্ঞানলাভে সাহায্য করবে দশম কোর্সে আছে কিছু প্রবন্ধ ও গদ্যরচনা ,যেগুলি পাঠ করে প্রাচ্য ও পাশ্চাত্যের সমাজ ও সাহিত্যের ধারা ,শিক্ষা ,সংস্কৃতি ইত্যাদি বিষয়ে অবহিত হবে । সাহিত্যের রূপবৈচিত্র্য ও গঠনরীতি সম্পর্কে ধারণা প্রদান করাই একাদশ কোর্সটির উদ্দেশ্য । দ্বাদশ কোর্সের পাঠ্য বিষয় কয়েকটি নাটক ও নাট্যমঞ্চের ইতিহাস । নাটকের রসাস্বাদন ও নাট্যমঞ্চ সম্পর্কে ধারণা জন্মাবে এই কোর্সে । ঊনবিংশ ও বিংশ শতকের উল্লেখযোগ্য কিছু কাব্যপাঠের সুযোগ রয়েছে ত্রয়োদশ কোর্সে । চতুর্দশ কোর্সে পড়বে সংস্কৃত ,ইংরেজী ,ও হিন্দী সাহিত্যের ইতিহাস ,যেখানে তুলনামূলক সাহিত্যপাঠের সুযোগ রয়েছে ।
এছাড়া সাম্মানিক স্তরে দুটি DSE কোর্স এবং দুটি SEC কোর্স পড়তে হবে । এখানে ছাত্রছাত্রীরা বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস ,বাংলাদেশের সাহিত্য , শিশু –কিশোর সাহিত্য ,গোয়ন্দা সাহিত্য,তুলনা মূলক সাহিত্য পাঠেরও সুযোগ পাবে ,যা এই বিষয়কে ভিত্তি করে বিভিন্ন পেশায় তাদের সাহায্য করবে । ব্যবহারিক বাংলায় মুদ্রণ ও প্রকাশন ,চলচ্চিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা আবৃত্তি চর্চা ইত্যাদির সুযোগ রয়েছে । এগুলিও পেশাগত জীবনে বিশেষভাবে কার্যকরী হবে ।
স্নাতক সাধারণ স্তরে পড়তে হবে বাংলা বিষয়ে মূল ৪টি কোর্স –CC1 –CC4 :
এখানে তারা আধুনিক বংলা সাহিত্যের ইতিহাস ,মধ্যযুগের বাংলা কবিতা ,আধুনিক বাংলা কবিতা,নাটক ,কথাসাহিত্য ,প্রবন্ধ ইত্যাদি পড়ার সুযোগ পাচ্ছে । বাংলা সাহিত্যের সামগ্রিক ধারণা পাবে তারা । এছাড়া সাধারণ স্তরে DSE দুটি কোর্স ও SEC দুটি কোর্স পাঠ্য বিষয়ভুক্ত করায় বাংলা বিষয় সম্পর্কিত পেশায় এরাও ভবিষ্যতে কাজ করতে পারবে ।
সুতরাং বাংলা বিষয়টি স্নাতক স্তরে পাঠ্য হিসেবে বেছে নিলে শিক্ষার্থীরা যে উপকৃত হবে তা বলাই বাহুল্য ।
Associate Professor & HoD
Associate Professor
Associate Professor
Assistant Professor & Teacher-in-Charge
Assistant Professor
ছোটগল্প 'ছোটলোক' LCC2(2) (Dr. Avijit Biswas)
রোমীয় লিপি -SEC-B2 (Dr. Avijit Biswas) সাময়িক পত্র - তত্ত্ববোধিনী পত্রিকা (Dr. Tapabrata Bhaduri)